ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

নিউজ ডেস্ক

১৪ জানুয়ারি ২০২২, ২০:০১

ময়মনসিংহে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

23956_সড়ক দুর্ঘটনা .jpg
ছবি- সংগৃহীত
ময়মনসিংহ শহরতলির চায়না মোড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন বাবু (২৫), ইয়াসিন (১৮) ও রিপন (৩০)। তাঁদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালীরবাজার এলাকায়।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আজ সন্ধ্যায় তিনজন একটি মোটরসাইকেলে চড়ে শম্ভুগঞ্জ থেকে ময়মনসিংহ শহরের দিকে যাওয়ার সময় চায়না মোড়ে একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী বাবু ও ইয়াসিন মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় অপর আরোহী রিপনের। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।