ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

ক্যাম্পাস প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২২, ১১:০১

শাবিপ্রবিতে ৭৪ শতাংশ আসনই ফাঁকা!

23890_শাবিপ্রবি.jpg
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)২০২০-২১ সেশনে স্নাতক প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৭৪ দশমিক ২২ শতাংশ আসনই ফাকা রয়েছে। ভর্তি হয়েছে কেবল ২৫ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ তথ্য জানান।

ভর্তি কমিটি জানায়, বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন মাত্র ৪০৯ জন। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে ৯৫৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ২২৫ জন ও এ-২ ইউনিটে ৩০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ২৬ জন শিক্ষার্থী।

অন্যদিকে সামাজিক অনুষদভুক্ত বি ইউনিটের মানবিক বিভাগের ২৯৯ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৬০ জন, বাণিজ্য বিভাগের ৮৩ আসনের বিপরীতে ১৯ জন ও বিজ্ঞান বিভাগের ২২০ আসনের বিপরীতে ৪৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

ভর্তি কমিটি আরো জানায়, দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম আগামী ১৭ ও ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এতে ফাঁকা থাকা ১ হাজার ১৭৮টি আসনের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের র‌্যাংকিং থেকে আরো ১ হাজার ৭৮০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে।

ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য admission.sust.edu.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। শাবিপ্রবিতে এবছর ১০০টি সংরক্ষিত কোটাসহ মোট আসনসংখ্যা ১ হাজার ৬৮৭টি।