ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

নিউজ ডেস্ক

২৪ নভেম্বর ২০২১, ১৪:১১

ঢাবির ‘ঘ’ ইউনিটে ৯০ শতাংশই ফেল

22374_01.jfif
সংগৃহীত
২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ অক্টোবর। ‘ঘ’ ইউনিটে আসন সংখ্যা ১৫৭০ (বিজ্ঞান: ১ হাজার ১১৭, ব্যবসায় শিক্ষা: ৪০০, মানবিক: ৫৩)। আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। এর মধ্যে ৮১ হাজার ৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৯৯৪ জন। এর মধ্যে বিজ্ঞানে ৬ হাজার ৭১, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৪৮৯ এবং মানবিক বিভাগে ৪৩৪ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। আর ফেল করেছেন ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী।