ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

নিউজ ডেস্ক

২০ নভেম্বর ২০২১, ১৩:১১

বিএনপির গণঅনশনে জামায়াতের অংশগ্রহণ

22236_15.jpg
প্রতীকী ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে বসেছেন দলের নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়।

২০ নভেম্বর এই গণঅনশন কর্মসূচিতে দুপুর সাড়ে ১২টায় যোগদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ২০ দলীয় জোটের অন্যতম সমন্বয়ক মাওলানা আব্দুল হালিম।

জামায়াতের নেতা আব্দুল হালিম বলেন, খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসন নয়, তিনি দেশের জনগণের নন্দিত নেত্রী। তিনি কোনো সাধারণ নাগরিক নন। আল্লাহর কাছে দোয়া করি, এ নেত্রীকে যেন তিনি সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

সরকারকে বলব অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মন্জূরুল ইসলাম ভূঁইয়া, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল জাব্বার, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল হোসাইন,এসএম কামাল উদ্দিন প্রমুখ।