ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২১, ১৯:১১

অতিরিক্ত ভাড়া আদায়

আরো ৬৯ বাসকে জরিমানা

22204_1636796868.jpg
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ-এর অভিযান ৬৯ টি ডিজেল চালিত বাসকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পটে বিআরটিএ- এর ১১টি ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।

বিআরটিএ- এর পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ সরোয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পটে বিআরটিএ-এর এগারটি ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় ৮৯ টি ডিজেলচালিত বাসকে ২ লক্ষ ৮৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া জরিমানা অনাদায়ে একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে এবং সরকারি কাজে বাধাদানের নিমিত্ত আক্রমণ ও অপরাধমূলক বলপ্রয়োগের অপরাধে একজন চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিআরটিএ- এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ সরোয়ার আলম ও উপ-পরিচালক (এনফর্সমেন্ট) মুহাম্মদ হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন। এ সময় তারা যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ শুনেন এবং সুরাহা করেন। অভিযান পরিচালনাকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের ভিজিল্যান্স টিম সাথে ছিলেন।