ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২১, ১৭:১০

অভিনেতা ড. ইনামুল হক মারা গেছেন

21137_5.jpg
ছবি- সংগৃহীত
কিংবদন্তি অভিনেতা ড. ইনামুল হক আর নেই। সোমবার বিকেল ৪টার দিকে বেইলি রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিংবদন্তি এই অভিনেতা সুস্থই ছিলেন। দুপুরের খাবার শেষে হেলান দিয়ে বসেন। পরে ওই অবস্থায়ই তিনি ইন্তেকাল করেন। রাজধানীর সেগুনবাগিচায় কোয়ান্টাম সেন্টারে তার শেষ গোসল করানো হচ্ছে। এরপর লাশ বাসায় নিয়ে যাওয়া হবে। তবে কোথায় দাফন ও জানাজা হবে এ ব্যাপারে জানা যায়নি।


উল্লেখ্য, দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ড. ইনামুল হক। ফেনীতে জন্মগ্রহণ করা এই ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৫ সালে প্রভাষক হিসেবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন তিনি। পরে তিনি সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন।

মুক্তিযুদ্ধের সময় থেকেই ড. ইনামুল হকের অভিনয় জীবন শুরু হয়। জনগণকে আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য নাটকের পথ বেছে নেন তিনি। একাত্তরে ঢাকার বিভিন্ন স্থানে ট্রাকে ঘুরে ঘুরে পথনাটক করেছেন। পরে তিনি টিভি নাটক, সিনেমা এবং ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেন।

২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।