ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

এনএনবিডি২৪ ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৯

৪০ বছর ধরে ছিলেন কোমায়, অবশেষে ফুটবলারের মৃত্যু

20434_7.jpg
সংগৃহীত ছবি
দীর্ঘ ৪০ বছর কোমায় কাটানোর পর মারা গেছেন ফ্রান্সের সাবেক ডিফেন্ডার জিন-পিয়েরে এডামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এডামসের মৃত্যুর খবরটি প্রকাশ করেছে তার সাবেক ক্লাব নিমেস।

১৯৭০ এর দশকে ২২টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করা এডামসকে ১৯৮২ সালে হাঁটুর একটি নিয়মিত অস্ত্রোপাচারের জন্য নেয়া হলে সেখানে এনেস্থসিয়ার ভুল প্রয়োগে কোমায় চলে যান তিনি।

১৯৪৮ সালে ডাকারে জন্ম নেয়া এডামস হচ্ছেন প্রথম পর্যায়ের আফ্রিকান খেলোয়াড়ের মধ্যে একজন যিনি ফ্রান্স জাতীয় দলে খেলেছেন। মধ্যমাঠে মারিয়াস ট্রেজরের সাথে এডামসের জুটি দারুন খ্যাতি লাভ করেছিল। এ সময় তাদের ডাকা হতো ‘দ্যা ব্ল্যাক গার্ড’ নামে।

এক টুইট বার্তায় নিমেস জানায়,‘ সোমবার সকালে আমরা জিন-পিয়েনে এডামসের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

নিমেস ছাড়াও নিস ও প্যারিস সেন্ট জার্মেইয়েও খেলেছেন এই ফুটবল তারকা।