ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

ঝিনাইদহ প্রতিনিধি

২৫ আগস্ট ২০২১, ১৪:০৮

নঈম নিজামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

20150_IMG_20210825_120121.jpg
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম এবং বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামের ৫০০ কোটি টাকার মানহানি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বেলা সাড়ে ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
 
ঝিনাইদহ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ র নিজস্ব প্রতিনিধি এবং একুশে টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম রায়হান, দৈনিক ইত্তেফাক পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি বিমল কুমার সাহা, দৈনিক কালের কণ্ঠের ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাহবুদ, দৈনিক প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিনিধি আজাদ রহমান, এসএ টিভি ও বণিক বার্তার ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ, বাংলা নিউজ ও এশিয়ান টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম রবি, দৈনিক আমার সংবাদ এর ঝিনাইদহ প্রতিনিধি কে এম সালেহ, বাংলাদেশ প্রতিদিনের ঝিনাইদহ প্রতিনিধি শেখ রুহুল আমিন সহ জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ।
বক্তারা-সাংবাদিকদের নামে চট্টগ্রামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান।
 
মনজুর আলম- ঝিনাইদহ