ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

অনলাইন ডেস্ক

১৮ জুলাই ২০২১, ২০:০৭

৬ শর্তে ৭৮ প্রতিষ্ঠানকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি

19340_করোনা পরীক্ষা.jpg
ছবি: সংগৃহীত
করোনা (কোভিড-১৯) শনাক্ত আরও বাড়াতে ছয়টি শর্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেয়েছে দেশের ৭৮টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
 
বোরবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত শতাবলী প্রতিপালন সাপেক্ষে কোভিড-১৯ রোগ নির্ণয়ের এ অনুমোদন দেওয়া হলো।
 
টেস্ট করার ক্ষেত্রে শর্তসমূহ-
 
এক. কোভিড-১৯ এর উপসর্গ বা লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রাণ না পাওয়া, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
 
দুই. অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদপ্তরের (DHIS-2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে রিপোর্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপোর্ট (DHIS-2) এন্ট্রি দিতে হবে।
 
তিন. অনুমোদিত কীটের নামসমূহ- Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).
 
৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৭০০ টাকা। বিশেষ ক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০ টাকা রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০ টাকার অধিক হবে না।
 
৫. রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকালপার্সন (ডা. অনুপম, এমআইএস, মোবাইন নম্বর-০১৩২১-১৭৩৮৬০। ই-মেইল- dr.anupom@mis.dghs.gov.bd) এর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হলো। এসব প্রতিষ্ঠানের একজন ফোকালপার্সন থাকবে যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।
 
৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হলো।
 
স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো হলো-
 
০১। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা।
 
০২। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা।
 
০৩। গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেড, ধানমন্ডি, ঢাকা।
 
০৪। থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, শাহজাদপুর, গুলশান, ঢাকা।
 
০৫। থাইরয়েড কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।
 
০৬। ডেলটা হাসপাতাল লিমিটেড, মিরপুর, ঢাকা।
 
০৭। সানি ডায়াগনস্টিক মুগদা, নর্থ মুগদা, ঝিলপাড়, ঢাকা।
 
০৮। ইউনাইটেড হসপিটাল লিমিটেড, গুলশান, ঢাকা।
 
০৯। ফারাবী জেনারেল হাসপাতাল লি., ধানমন্ডি, ঢাকা।
 
১০। সি আর এল ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২), গ্রীনরোড, ঢাকা।
 
১১। নোভাস, ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লি., পরিবাগ, ঢাকা।
 
১২। ওয়েসিস হসপিটাল, সোবহানিঘাট সিলেট।
 
১৩। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাভার, ঢাকা।
 
১৪। হাইটেক মাল্টিকেয়ার হসপিটাল লি., ইস্ট কাফরুল, ঢাকা।
 
১৫। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লি., শান্তিবাগ, চট্টগ্রাম।
 
১৬। আল-মানার হাসপাতাল লি., মোহাম্মদপুর, ঢাকা।
 
১৭। ভিক্টোরিয়া হেল্থ কেয়ার লি., মোহাম্মদপুর, ঢাকা।
 
১৮। ডি এম এফ আর মল্যিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক বিডি লিমিটেড, মিরপুর রোড, ঢাকা।
 
১৯। প্রাভা হেল্থ অ্যান্ড বাংলাদেশ লি., বনানী, ঢাকা।
 
২০। বায়েমেড ডায়াগনস্টিকস, মিরপুর রোড, ঢাকা।
 
২১। জাহান আরা ক্লিনিক লিমিটেড, উত্তরা মেডিকেল টাউন, ঢাকা।
 
২২। আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, থার্ড ফ্লোর, ঢাকা।
 
২৩। আজগর আলী হসপিটাল, গেন্ডারিয়া, ঢাকা।
 
২৪। প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, মালিবাগমোড়, ঢাকা।
 
২৫। ইব্রাহিম জেনারেল হাসপাতাল, মিরপুর, ঢাকা।
 
২৬। ডা. ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হসপিটাল, কালিয়াকৈর, গাজীপুর।
 
২৭। শহীদ খালেক ইব্রাহিম জেলারেল হসপিটাল, ওয়ারী, ঢাকা।
 
২৮। মহিলা ও শিশু হাসপাতাল, উত্তরা, ঢাকা।
 
২৯। ফেমাস স্পেশালাইজড হসপিটাল, বনশ্রী, ঢাকা।
 
৩০। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ধানমন্ডি, ঢাকা।
 
৩১। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা।
 
৩২। ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, জেল রোড, ঘোপ, যশোর।
 
৩৩। ইবনে সিনা ডি, ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, উত্তরা, ঢাকা।
 
৩৪। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, সাভার, ঢাকা।
 
৩৫। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ, ঢাকা।
 
৩৬। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মিরপুর-২, ঢাকা।
 
৩৭। ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি আর/এ, ঢাকা।
 
৩৮। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড, সোবহানিঘাট পয়েন্ট, সিলেট।
 
৩৯। ইবনে সিনা ডি. ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ (হাট লেন), গেন্ডারিয়া।
 
৪০। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ লিঃ, লালবাগ, ঢাকা।
 
৪১। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, পাচঁলাইশ, চট্টগ্রাম।
 
৪২। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, শেরপুর রোড, বগুড়া।
 
৪৩। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা।
 
৪৪। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, টমসম ব্রীজ, কুমিল্লা।
 
৪৫। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, উত্তর বাড্ডা, ঢাকা।
 
৪৬। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা।
 
৪৭। হেলথ কেয়ার ডায়াগণস্টিক সেন্টার লিঃ, শ্যামলী, ঢাকা।
 
৪৮। গুলশান ক্লিনিক লিঃ গুলশান, ঢাকা।
 
৪৯। মেডিকেল সেন্টার হাসপাতাল, পাচঁলাইশ, চট্রগ্রাম।
 
৫০। অথেনটিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লি., চাঁনখারপুল, ঢাকা।
 
৫১। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি., মহাখালী, ঢাকা।
 
৫২। মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গোয়ালন্দ, মানিকগঞ্জ।
 
৫৩। ইসলামি ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন, নয়াপল্টন, ঢাকা।
 
৫৪। ইসলামি ব্যাংক হসপিটাল মিরপুর, মিরপুর, ঢাকা।
 
৫৫। ডায়নামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক-আপ, রামপুরা, ঢাকা।
 
৫৬। এভারকেয়ার হসপিটাল ঢাকা, বসুন্ধরা আর/এ, ঢাকা।
 
৫৭। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সিরাজগঞ্জ।
 
৫৮। হেলথ ল্যাবস লি., মিরপুর, ঢাকা।
 
৫৯। ট্রমা সেন্টার অ্যান্ড এও অর্থপেডিক হসপিটাল (প্রা.) লি., শ্যামলী, ঢাকা।
 
৬০। টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, ঠ্যাংগামারা, বগুড়া।
 
৬১। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., ধানমন্ডি আর/এ, ঢাকা।
 
৬২। কে সি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লি., উত্তরা, ঢাকা।
 
৬৩। লুবানা জেনারেল হাসপাতাল (প্রা.) লি., উত্তরা মডেল টাউন, ঢাকা।
 
৬৪। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., ইংলিশ মৌচাকা।
 
৬৫। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., মালিবাগ মোড়, ঢাকা।
 
৬৬। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., মিরপুর, ঢাকা।
 
৬৭। এ এম জেড হাসপাতাল লিমিটেড, নর্থ বাড্ডা, ঢাকা।
 
৬৮। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ, কাশিমপুর, গাজীপুর।
 
৬৯। সাজেদা হাসপাতাল, কেরানীগঞ্জ, ঢাকা।
 
৭০। ম্যাক্সলাইফ মেডিকেল সার্ভিসেস, মিটফোর্ড রোড, ঢাকা।
 
৭১. প্রেসক্রিপশন পয়েন্ট, প্রগতি স্মরণ, ঢাকা।
 
৭২। ব্রাহ্মণবাড়ীয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ঘাটরা, ব্ৰানবাড়ীয়া।
 
৭৩। সি এস সি আর (প্রাইভেট) লিমিটেড, নিজাম রোড, চট্টগ্রাম।
 
৭৪। সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-২, নীচাবাজার, নাটোর।
 
৭৫। সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-১, কানাউখালী, নাটোর।
 
৭৬। এ এফ সি হেল্থ- ফরটিস হার্ট ইনস্টিটিউট (খুলনা ইউনিট), সোনাডাঙ্গা, খুলনা।
 
৭৭। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।
 
৭৮। আইসিডিডিআরবি, মহাখালী, ঢাকা।