ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

এনএনবিডি ডেস্ক

১৫ জুলাই ২০২১, ১৬:০৭

জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ করোনা মুক্ত

19297_3.jpg
সংগৃহীত ছবি
জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ করোনা থেকে সুস্থ হয়েছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়েছেন।


বৃহস্পতিবার তিনি তার ফেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করেন।


জনপ্রিয় এই ইসলামী বক্তা এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া জানিয়ে লিখেন, ‘আল হামদুলিল্লাহ। জীবনের এক কঠিন পরিস্থিতি পার করে আল্লাহর বিশেষ দয়ায় হাসপাতাল থেকে আবার বাসায় ফিরলাম।

আমার এই ক্ষুদ্র জীবনে মানুষের এত দোয়া, ভালোবাসা ও স্নেহ পাওয়াটার কোনো প্রতিদান বা ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নেই! তথাপিও ছোট বড়, মুরব্বি, উস্তাদ, উলামা মাশায়েখ, চেনা-অচেনা, কাছের দূরের, নারী পুরুষ, ডাক্তার নার্সসহ দেশে-প্রবাসে সবার প্রতি শুকরিয়া ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি- আপনাদের নেক দোয়ায় আমাকে শামিল করার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় ও নিরাপদ জীবন দান করুন।


বিশেষ দোয়া চাচ্ছি- আমার প্রিয়তমা স্ত্রীর জন্য, যে নিজে আক্রান্ত হওয়ার পরও ছোট্ট তিনটি বাচ্চাদের অসুস্থতা সামলিয়ে আমাকে যে যত্ন আর ভালোবাসা দিয়েছে তার বিনিময় আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে দান করুন।

এখনো বাড়ির সবাই অসুস্থ, খাস দোয়ার আবেদন করছি। পরিশেষে, নাম নিলে খাসভাবে অনেকের নাম আসবে, আমি আবারও সবার প্রতি আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি এবং আশা করছি আমাদের এই ঈমানী ভালোবাসা যেন আল্লাহ তায়ালা জান্নাত অবধি কবুল করে নেন।

আপনাদের নেক দোয়ায় অসুস্থদের শামিল রাখবেন। আল্লাহ তায়ালা যেন দ্রুত তার এ গজব থেকে আমাদের দেশ ও বিশ্বকে মুক্ত করে দেন। আমীন।’