ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১ জুলাই ২০২১, ১৮:০৭

চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ টাকার হেরোইনসহ আটক ১

18926_Screenshot 2021-07-01 184102.jpg
চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যের ২’শ ১০ গ্রাম হেরোইনসহ মোঃ শহিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
 
বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর টোপপাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের জনৈক কমিরুল ইসলামের বাড়ীর সামনে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইনসহ তাকে আটক করা হয়।