ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন ২০২১, ১৭:০৬

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা নিহত ২০

18319_1234.jpg
ছবি- সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন।

আজ শুক্রবার সকালে প্রদেশের খুজদার জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতির সাথে মোড় নেয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। জানা যায়, একজন সুফি সাধকের মাজার থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া।

এ প্রদেশের আধা সামরিক নিরাপত্তা বাহিনী লেভিজ জানায়, বাসটি দ্রুতগতিতে মোড় নেয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, এ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের খুজদারের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশংকাজনক।

লেভিজের এক কর্মকর্তা জানান, যাত্রীবাহী এ বাস পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদাহে যাচ্ছিল।

পাকিস্তানে প্রধানত দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং অপেশাদার চালকদের গাড়ি চালানোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

চলতি সপ্তাহের শুরুতে সিন্ধ প্রদেশের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৬২ জনের প্রাণ যায়।