ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ
  • মালয়েশিয়ায় সর্বাত্নক লকডাউনের ঘোষণা
  • সোহবত ছাড়া দাওয়াত ফলপ্রসূ হয় না
  • দশ মিনিটে ক্যান্সার পরীক্ষা, হার্ভার্ডে ডাক পেলেন আবু আলী
  • দ্বিতীয় শ্রেণিতে পাশ করেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!
  • দেশে নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

৮ জুন ২০২১, ২০:০৬

অভিনয়ের ‘অ’ ও জানেন না সালমান : কামাল রশিদ

18191_Kamal-Salman.jpg
সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খান অরুফে ‘ভাইজান` অভিনয়ের ‘অ’ ও জানেন না— এমনটাই দাবি করেছেন অভিনেতা ও সিনেমা সমালোচক কামাল রশিদ খান (কেআরকে)।

সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’  নিয়ে বাজে রিভিউ দেওয়ায় কেআরকে-এর বিরুদ্ধে কিছুদিন আগে আদালতে মানহানি মামলা করেছিলেন ভাইজান। এরপর  টুইটারে ’দাবাং‘ সিনেমাখ্যাত এই অভিনেতাকে উদ্দেশ্য করে নানা পোস্ট করছেন কেআরকে।

সম্প্রতি এক টুইটে তিনি লেখেন, “বলিউডের গুন্ডা ভাইয়ের দুঃখ আমার সহ্য হচ্ছে না। একজন সমালোচক একাই তার পুরো ক্যারিয়ার শেষ করে দিয়েছে! কিন্তু ক্যারিয়ার ছিলই কোথায়। অভিনয়ের ‘অ’ জানে না। জোর করে তারকা হয়েছিল! শুধু আমার সবাইকে জানাতে একটু সময় লাগলো।”

যদিও এই পোস্টে ‘কেআরকে ‘ সরাসারি সালমানের নাম উল্লেখ করেননি। তবে তার টুইট দেখে বুঝতে বাকি নেই, এই অভিনেতাকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন তিনি।

অপর এক টুইটে কেআরকে লিখেছেন, ‘যেখানে আশা করে আছেন সিনেমা ৫০০ কোটি রুপি ব্যবসা করবে, সেখানে বিশ্বের এক নম্বর সমালোচক যদি সেটি ১০-১৫ কোটি রুপিতে শেষ করে দেয়, তাহলে মাথা নষ্ট হওয়াটাই স্বাভাবিক।’

এর আগে সালমানের পক্ষ নিয়ে কামাল রশিদ খানকে কটাক্ষ করেছিলেন গায়ক মিকা সিং। এরপর বলিউডের এই জনপ্রিয় প্লেব্যাক গায়ককে ‘চিরকুট গায়ক’ বলেন কেআরকে।

উল্লেখ, বলিউড ভাইজানকে দুর্নীতিবাজ এবং অর্থ পাচারের লেনদেনের সঙ্গে জড়িত বলায় কামাল আর খানের বিরুদ্ধে মুম্বাইয়ের আদালতে মানহানির অভিযোগ করেছেন সালমান খান।