ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ
  • মালয়েশিয়ায় সর্বাত্নক লকডাউনের ঘোষণা
  • সোহবত ছাড়া দাওয়াত ফলপ্রসূ হয় না
  • দশ মিনিটে ক্যান্সার পরীক্ষা, হার্ভার্ডে ডাক পেলেন আবু আলী
  • দ্বিতীয় শ্রেণিতে পাশ করেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!
  • দেশে নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

৮ জুন ২০২১, ২০:০৬

নির্বাচন কমিশনের দুর্নীতি, গণস্বাক্ষরে নামছে সুজন

18189_নি124.jpg
ছবি- সংগৃহীত
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আগামীকাল বুধবার সকালে অনলাইনে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

সুজন সচিবলায় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর ডিসেম্বরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়ে প্রেসিডেন্ট এডভোকেট আব্দুল হামিদের কাছে চিঠি দিয়েছিল দেশের ৪২ জনবরেণ্য নাগরিক।

চিঠিতে নাগরিকরা নির্বাচন কমিশনের প্রশিক্ষণে 'বিশেষবক্তা’ ও অন্যান্য পদবী ব্যবহার করে বক্তৃতা দেওয়ার নামে কোটি কোটি রাষ্ট্রীয় অর্থ লোপাট থেকে শুরু করে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কমিশন কর্তৃক সংঘটিত বিভিন্ন গুরুতর অসদাচরণের বিবরণ তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদল নিশ্চিত হয়। কিন্তু আমাদের বর্তমান নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ ও নির্বাচনী বিধি-বিধান অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অনীহা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বরেণ্য ব্যক্তিদের এই দাবিটি দেশের গণতন্ত্র সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি।

তাই তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে সুজন অনলাইনে গণস্বাক্ষর অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।