ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ
  • মালয়েশিয়ায় সর্বাত্নক লকডাউনের ঘোষণা
  • সোহবত ছাড়া দাওয়াত ফলপ্রসূ হয় না
  • দশ মিনিটে ক্যান্সার পরীক্ষা, হার্ভার্ডে ডাক পেলেন আবু আলী
  • দ্বিতীয় শ্রেণিতে পাশ করেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!
  • দেশে নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

৬ জুন ২০২১, ২১:০৬

প্রেমের টানে মার্কিন নারী বাংলাদেশে

18115_111.jpg
সংগৃহীত ছবি

প্রেমের টানে মাত্র ১২ হাজার টাকা দেনমোহরে বাংলাদেশী যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মার্কিন নারী। চাঁদপুরের ৫৩ বছর বয়সী শাহাদাত হোসেনের সঙ্গে মাত্র ১২ হাজার টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৫৫ বছর বয়সী মার্কিন নারী জোন্স জিনা।

গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামে এমন এক চাঞ্চচল্যকর বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

বর শাহাদাতের ছোট ভাই মালেক প্রধানিয়া বলেন, আমার ভাই মালয়েশিয়ায় থাকতেন। মালয়েশিয়ার এক নারীকে বিয়ে করেছিলেন শাহদাত। করোনাকালে তার ভাই শাহাদাত তার স্ত্রীকে মালয়েশিয়ায় রেখে দেশে চলে আসেন। এরপর থেকে তিনি দেশেয় অবস্থান করছেন।

মালেক প্রধানিয়া বলেন, তাঁদের আরেক ভাই আবু জাফর যুক্তরাষ্ট্রের মিশিগানে থাকেন। তিনি শাহাদাতের সঙ্গে জিনার টেলিফোনে আলাপ করিয়ে দেন।

আবু জাফর ভাইকে বিয়ে করাতে নিজের পরিবার ও জিনাকে নিয়ে গত বৃহস্পতিবার দেশে আসেন। গতকাল দুপুরে এলাকার লোকজন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে শাহাদাত ও জিনার বিয়ে হয়। এই বিয়ের খবরে উৎসাহী গ্রামবাসী বিয়ের আনুষ্ঠানিকতা দেখতে ভিড় জমায়।