ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

নিজস্ব প্রতিবেদক

৩০ মে ২০২১, ১৬:০৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু ‘পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ৩

17839_prothomalo-bangla_2021-0.jpg
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রোববার (৩০ মে) দুপুরে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফ হোসাইন এ তথ্য জানান।
 
গ্রেফতার তিনজন হলেন- চান্দগাঁও থানার পুরাতন চারতলা সফুবার বাপের বাড়ির কামাল উদ্দীনের ছেলে মো.ইমন (২৪), মৃত নুরুল ইসলামের ছেলে মো.রাজু (২৫) ও রাহাত্তারপুল নেয়ামত আলী ছগির বাড়ির মো.নূরুল হকের ছেলে সরওয়ার্দী হোসেন বাদশা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্থানীয় ছাত্রলীগ নেতা মনির চৌধুরী ও  দেলওয়ার-সাহেদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গত কয়েকদিনে বেশ কয়েকবার মারামারিতে জড়িয়েছে দুই গ্রুপ।  গ্রেফতার তিনজন দেলওয়ার ও সাহেদ গ্রুপের অনুসারী বলে জানা গেছে। 
 
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের বিরোধ চলছিল। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উভয় পক্ষই থানায় মামলা করেছে।