ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

নিউজ ডেস্ক

১৩ জানুয়ারি ২০২২, ২০:০১

আইপিএল খেলতে পারবেন না ইংল্যান্ড ক্রিকেটাররা!

23920_02.jfif
ছবি- সংগৃহীত
সিডনি টেস্ট ড্রয়ের আগে পারলে অ্যাশেজ থেকে পালিয়ে বাঁচে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে এমনিতে ইংলিশদের পারফরম্যান্সের অবস্থা শোচনীয়। এবার তো অবস্থা আরও ভয়াবহ। জো রুটদের এমন পারফরম্যান্সে যারপরনাই হতাশ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেটারদের ফর্মে ফেরাতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বোর্ড থেকে।

প্রথম পদক্ষেপ হিসেবে এবারের আইপিএল খেলোয়াড়দের নাও ছাড়তে পারে ইসিবি। এবারের আইপিএলে দল বেড়েছে আরও দুটি। স্বাভাবিকভাবে ম্যাচও বাড়ছে আগের মৌসুমগুলো থেকে। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস টেস্ট দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি আনতে তাঁদের আইপিএল খেলতে দিতে নারাজ। এ নিয়ে কাজ করছে ইসিবি।

এবারের আইপিএলের সময় নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ আছে ইংল্যান্ডের। ইসিবি তাই সিদ্ধান্ত নিচ্ছে যেসব ক্রিকেটাররা টেস্ট খেলেন তাঁদের আইপিএল থেকে বিরত রাখতে। ইসিবির মনে করছে, আইপিএলে ঘনঘন ম্যাচ, জটিল জৈব-সুরক্ষা বলয় ক্রিকেটারদের ক্লান্তি ভর করতে পারে। সামনে টেস্ট সিরিজগুলোয় যাতে অ্যাশেজের পুনরাবৃত্তি না হয়, সে কারণে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে চায় ইসিবি।

আগামী মাসে আইপিএলের নিলাম হওয়ার কথা রয়েছে। সেখানে বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটারের নাম থাকবে। চেন্নাই সুপার কিংস নিলামের আগেই মঈন আলীকে ধরে রেখেছে। আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ধরে রেখেছে জশ বাটলারকে। দুজনেই টেস্ট দলের নিয়মিত সদস্য।