ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

নিউজ ডেস্ক

১৩ জানুয়ারি ২০২২, ১৮:০১

নওগাঁয় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত

23906_3.jpg
ছবি- সংগৃহীত
নওগাঁয় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান মাস্টার জানান, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এ কারণে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় ও তারিখ আগামী শুক্রবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।

এর আগে জেলা বিএনপির এক সভা শেষে জানানো হয়েছিল, যে কোনো পরিস্থিতিতে সমাবেশ সফল করা হবে। নওগাঁ এ টিম মাঠে সমাবেশ হওয়া কথা ছিল।

সমাবেশের অনুমতির জন্য প্রশাসনের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু প্রশাসনের অনুমতি মেলেনি। তার পরও বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল।