ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

সাবিক ওমর সবুজ, বগুড়া জেলা প্রতিনিধি:

১২ জানুয়ারি ২০২২, ২০:০১

বগুড়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

23874_IMG_2022.jpg
বগুড়া জেলার ৩ উপজেলার ২৬ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বুধবার ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

গত ২৮ নভেম্বর বগুড়ার তিন উপজেলার ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। ২৬ ইউপির নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় তিনি নবনির্বাচিতদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে পালনের আহবান জানান।

অনুষ্ঠানে বগুড়ার সদর উপজেলার ৭জন, ধুনট উপজেলার ১০জন ও শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পাল, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের কার্যালয়ে ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।