ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

এনএনবিডি২৪ ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২১, ১৫:১২

রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

23391_1329.jpg
আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে দুই গ্রুপের গোলাগুলিতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দুপুর ১টায় ওই ইউনিয়নের দুই কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান শ্যামল চাকমার অভিযোগ, দলের উপজেলা সমন্বয়ক জেনন চাকমা দোকানে বসে ছিলেন। এ সময় সন্তু লারমার জেএসএস দলের কয়েকজন তাকে গুলি করে হত্যা করে। তবে এ ঘটনায় সন্তু লারমার জেএসএস দলের কারও বক্তব্য পাওয়া যায়নি।

রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা জানান, ইউপিডিএফ গণতান্ত্রিক দল ও সন্তু লারমার জেএসএস দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির সদস্যরা আছেন।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।