ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

নিউজ ডেস্ক

২৪ নভেম্বর ২০২১, ২০:১১

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

22398_6.jpg
ছবি- সংগৃহীত
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোশারেফ ফকির (৪৫) নামে এক দিনমজুর মারা গেছেন। বুধবার দুপুরে একটি রেইনট্রি গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে ডালের স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতরে চাচাতো ভাই আব্দুর রহিম জানান, মোশারেফ দিন চুক্তিতে একই গ্রামের ইসাহাক শরীফের বাড়ির রেইন ট্রি গাছের ডাল কাটতে গিয়েছিলেন। ডাল কাটার শেষ পর্যায়ে পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে ডালের মাথার অংশ লেগে যায়। সঙ্গে সঙ্গে ছিটকে মাটিতে পড়ে যান। এসময় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শরণখোলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোক্তাদির জানান, হাসপাতালে আসার আগেই মোশারেফের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।