ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:
ব্রেকিং নিউজ

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২১, ১৭:১১

করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

22389_22308_22039_21 (1).jpg
করোনাভাইরাসে ‍(কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬১ জনে।

বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৩১২ জন। এ নিয়ে দেশে শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে। এরআগে গতকাল মঙ্গলবার ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো ৩৩৮ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ২ টি। যেখানে শনাক্ত হয় ৩১২ জন। নমুনার অনুপাতে শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের ১ জন পুরুষ ও ২ জন নারী। ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।