ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
সর্বশেষ:

এনএনবিডি২৪ ডেস্ক

১২ আগস্ট ২০২১, ২০:০৮

২৪ আগস্ট ১৬তম নিবন্ধনের মৌখিক

19885_নিবন্ধন-মৌখিক.jpg
ছবি- সংগৃহীত
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতে স্থগিত ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট। ওইদিন থেকে শিক্ষক নিবন্ধনের স্থগিতদের বাকি মৌখিক পরীক্ষা শুরু হবে।
 
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
 
এর আগে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে সরকার বিধিনিষেধ ঘোষণা করলে গত ৩ এপ্রিল মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
 
প্রার্থীরা জানান, নিবন্ধন ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনধারীরা। নিবন্ধন ইতিহাসে এমন কোনো ব্যাচ নেই যাদের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। বিধিনিষেধ এবং করোনা পরিস্থিতির অবনতির কারণে আট মাস পার হয়ে গেলেও ভাইভা পরীক্ষা শেষ করতে পারেনি এনটিআরসিএ।
 
জানা গেছে, ১৬তম ব্যাচের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর।
 
সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও প্রকাশ হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর ২ ডিসেম্বর ভাইভা নেওয়া শুরু হয়। করোনায় দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে মাত্র সাত দিনের মৌখিক বাকি থাকতে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
 
‘৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী (১-১৬তম) পরিবার’ কমিটির মুখপাত্র মো. ইকবাল হাসান জানান, এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত সময়ের মধ্যে ১৬তম নিবন্ধনের ভাইভা শেষ করার দাবি জানিয়েছিলাম। শেষ পর্যন্ত মৌখিক পরীক্ষা শুরু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
 
মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমান প্রার্থীরা জানান, প্রায় তিন বছর ধরে ১৬তম ব্যাচ অপেক্ষায় আছে, জীবনের কঠিন সন্ধিক্ষণে ছিলাম আমরা। আমাদের অনেকেরই বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাচ্ছে। অনেকেরই বয়স ভাইভা দেওয়ার আগেই ৩৫ এর বেশি হয়ে গেছে। তাই দ্রুত সময়ে মৌখিক পরীক্ষা শেষ করে ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হউক।